নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আলীপুর ও হানুবাইশ ব্রীজের নিচ থেকে অজ্ঞাত এক নারী (বয়স আনুমানিক ২৫) ও শিশুর (১) অর্ধগলিত লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক ও ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসানের সার্বিক তত্বাবধানে লাশ দুইটি দাফন সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার বাদ আছর রামগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ড রতনপুর গুলবাগ পাঞ্জেগানা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে অজ্ঞাত ১ বছর বয়সী শিশু ও ২৫ বছর বয়সী মহিলার লাশ দুইটি দাফন করা হয়।
উল্লেখ্য গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের হানুবাইশ ব্রীজের নিচে ও আধা কিলোমিটার দুরত্বের (এসপির বাড়ীর সামনে) আলীপুর ব্রীজের নিচ থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়। এখনও লাশ দুইটির পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ধারনা তারা দুইজনই মা ও মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকালে রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের মূল সড়কের হানুবাইশ ব্রীজের নিচে একটি ১ বছরে কন্যা শিশু ও একই সড়কের আলীপুর এসপির বাড়ির সামনের ব্রীজের নিচে এক নারীর অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রিন্টের সালোয়ার কামিজ পরিহিত ২৪/২৫ বছর বয়সী এক নারী ও এক বছল এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেন। শিশুটি মহিলার কন্যা সন্তান হতে পারে বলে এমনটাই ধারনা করেন এলাকাবাসী।
স্থানীয় দরবেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, লাশগুলো এ এলাকার কারো না। অন্য কোথাও থেকে এনে লাশগুলো ব্রীজের নিচে ফেলা দেয়া হয়েছে বলে ধারনা করেন তিনি।
রামগঞ্জ ও রায়পুর সার্কেল এসপি শেখ সাদি জানান, আমরা লাশ উদ্ধার করেছি। সুরতহালে কোন আলামত পাওয়া যায়নি। মহিলার নাকে এখনো নাকফুল রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে কিভাবে মারা গেছে তারা।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান জানান, রামগঞ্জ থানার ওসি সাহেবের সার্বিক তত্বাবধানে আজ বৃহস্পতিবার বাদ আছর রামগঞ্জ রতনপুর গুলবাগ পাঞ্জেগানা জামে মসজিদের ইমাম সাহেব জানাজা পড়ানোর পর উক্ত মসজিদের কবরস্থানে লাশ দুইটি দাফন করা হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, লাশ দুইটির পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তসহ বিভিন্ন পরীক্ষার পর লাশ দুইটি দাফন করা হয়েছে। এসময় লাশ দুইটি দাফনে সহযোগিতায় যারা এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।