পাঁচ দিনব্যাপী অষ্টম রেশমপথ আন্তর্জাতিক মেলা এবং চীনের পূর্ব-পশ্চিম সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্য আলোচনাসভা, অর্থাৎ সিল্ক রোড এক্সপো ২০ সেপ্টেম্বর চীনের শায়ানসি প্রদেশের রাজধানী সিআনে উদ্বোধন হয়েছে।
শায়ানসি প্রাদেশিক সরকার আয়োজিত এ মেলার প্রতিপাদ্য হচ্ছে ‘আন্তঃসংযোগ গভীরতর এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ করা’। পাকিস্তান হচ্ছে এ বারের প্রধান অতিথি রাষ্ট্র। চীনের লিয়াওনিং আর শানতোং হচ্ছে এবারের প্রধান অতিথি প্রদেশ। মেলাটি বিশ্বের ৪১টি দেশের ৭৩টি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সসহ অনেক দেশি-বিদেশি নামকরা শিল্পপ্রতিষ্ঠানকে অংশগ্রহণে আকর্ষণ করেছে।
চলতি বছরের সিল্ক রোড এক্সপো‘ প্যাভিলিয়ন প্রদর্শনী আর অনলাইন প্রদর্শনী’ মিলে অনুষ্ঠিত হচ্ছে। অনলাইন প্রদর্শনীর ওয়েবসাইট onlinew.com.cn ১০ সেপ্টেম্বর থেকে চালু হয়েছে। এটি চীনা, ইংরেজি আর রুশ ভাষায় প্রদর্শনী আর দর্শকদের প্রদর্শন ও দেখার সুবিধা প্রদান করে।
সি’আন আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে পাঁচটি প্রদর্শনী এলাকা স্থাপন করা হয়েছে। তা হলো আন্তর্জাতিক বিনিময় প্রদর্শনী, আন্তঃপ্রাদেশিক সহযোগিতা প্রদর্শনী, পরিবহন ও লজিস্টিক প্রদর্শনী, উন্নত উৎপাদন শিল্প প্রদর্শনী এবং আধুনিক জ্বালানি প্রদর্শনী। প্রদর্শনীর মোট আয়তন ৭২ হাজার বর্গমিটার। এতে একত্রিতভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণ সংশ্লিষ্ট দেশ ও অঞ্চল এবং চীনের বিভিন্ন প্রদেশের উদীয়মান শিল্প, বৈশিষ্ট্যযুক্ত শিল্প আর গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো প্রদর্শিত হচ্ছে।
সিল্ক রোড এক্সপো এর আগে সাত বার আয়োজিত হয়েছে। থাইল্যান্ড, কিরগিজস্তান, জর্জিয়াসহ ১৪টি দেশ পরপর এতে প্রধান অতিথি রাষ্ট্র ছিল। সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল, ফুচিয়ান, হুপেই, ইয়ুননানসহ ১৪টি প্রদেশ এর প্রধান অতিথি প্রদেশ ছিল। বিশ্বের ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে দশ হাজারেরও বেশি বিদেশি ব্যবসায়ী এ মেলায় অংশগ্রহণ করেছেন। মেলায় প্রদর্শিত পণ্যের ধরন ৩০ হাজারেরও বেশি, দর্শকের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। সাতটি মেলায় স্বাক্ষরিত বিদেশী পুঁজি বিনিয়োগ প্রকল্পের চুক্তির মোট মূল্য ৫৪৪২.১ কোটি মার্কিন ডলার।
রেশমপথ মেলা মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, দক্ষিণ এশিয়া আর চীনের বিভিন্ন প্রদেশের সহযোগিতা ও বিনিময়ের উন্মুক্ত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
সূত্র:আনন্দী-হাশিম, চায়না মিডিয়া গ্রুপ।