নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর চাটখিল উপজেলা শ্রমিক দলের সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠছে।
উপজেলার বালিয়াধার গ্রামের দর্জিবাড়ির মোঃ রাসেল শ্রমিক দল নেতা আবদুল খালেক সহ চারজনের বিরুদ্ধে চাটখিল সেনা ক্যাম্প তাদের বিরুদ্ধে অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বালিয়াধর গ্রামের মোঃ হোসেনের ছেলে আব্দুল খালেক ও উপজেলা শ্রমিকদলের সদস্য আব্দুল খালেক গত ১৮ অক্টোবর রাতে রাতে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর উপজেলার চন্দ্রগঞ্জ থানার লতিপুর গ্রামের ভাড়াটিয়া সন্ত্রাসীদের সহযোগিতায় গভীর রাতে মোঃ রাসেলকে অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।
নিরুপায় হয়ে রাসেল তাদেরকে ৫০ হাজার টাকা চাঁদা দিয়ে মুক্তি পান।
পরবর্তীতে ২৬/১০/২০২৪ একই গ্রামের ২জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের নাম উল্লেখ করে রাসেল একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে উপজেলা শ্রমিক দলের সভাপতি দুলাল হোসেন বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসা করবেন বলে দায়িত্ব গ্রহণ করেন।
পরবর্তীতে স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দের মধ্যস্থতায় চাঁদার টাকা ফেরত দেয়ার বিষয়টি আশ্বস্ত করে স্থানীয়ভাবে গত বুধবার মিমাংসা করা হয়।
জানতে চাইলে রাসেল সাংবাদিকদেরকে জানান, চাঁদার ৫০ হাজার টাকা তিনি ফেরত পেলেও বেশ আতঙ্কিতভাবে দিনাতিপাত করছেন। আব্দুল খালেকের নিকট অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি জানান, চাঁদার বিষয়টি সঠিক নয়। তবে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে।
এ বিষয়ে জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক কমিশনার দেলোয়ার হোসেন জানান, শ্রমিক দলের কোন সদস্য চাঁদাবাজিরর সাথে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, আমার কাছে লিখিত অভিযোগ আসেনি তাই এ বিষয়ে আমি কিছু জানি না।