আলোক বর্তিকা
– মুশতারী বেগম
হে মহিয়সী নারী
বেগম রোকেয়া,,,,
তুমি অন্ধকারাচ্ছন্ন নারী সমাজের আলোকবর্তিকা।
তুমি তাদের চলার পথের চলন্তিকা।
তুমি যুগ-যুগান্তরের নারী শিক্ষার অগ্রদূত।
তুমি তোমার অদম্য স্পৃহায় পরম মমতায় গড়ে তুলেছো তাদের পরিবার
সংসার ও সমাজের রাষ্ট্রদূত।
হে পথের দিশারী
বেগম রোকেয়া,,,,,
তুমি কুসংস্কারাচ্ছন্ন পুরুষ
শাসিত সমাজের বিদ্রোহী কান্ডারী।
তুমি চক্ষু দান করা আলোর পথের
পথিক দিশারী।
হে জ্যোতির্ময়ী নারী
বেগম রোকেয়া,,,,
তুমি উপমহাদেশের সকল
নারীদের করেছো উজ্জীবিত,
যারা ছিলো চক্ষুষ্মান চলমান
মাকাল ফল সম
জড়পদার্থের ন্যায় মৃত।
হে আলোকিত নারী
বেগম রোকেয়া,,,,,।
তুমি মহিয়ান, বলিয়ান,অনির্বান,ধিমান
তাই এখন অর্জন করেছো
নারী-পুরুষের সম্মিলিত সম্মান।
হে বিংশশতাব্দীর সংগঠক
সাহিত্যিক, প্রাবন্ধিক
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন,,,,
তুমি বীরবিক্রম সুলতানা রাজিয়া, ফ্লোরেন্স নাইটেঙ্গল, হেলেন কিলার,
মাদারতেরেসা সম এক চিরঞ্জীব নারী।
তোমার ছত্রচ্ছায়ায় উপমহাদেশীয় নারীরা দিতে পেরেছে এক বিশাল
মহাসাগর পাড়ি।
উপমহাদেশের সকল কন্যা
জায়া জননী ও খেটে খাওয়া
রমনীদের লও তুমি হাজারো
সালাম সালাম সালাম হে বঙ্গনারী।