উপজেলা নির্বাচনে অংশ নিতে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন আ.ক.ম রুহুল আমিন
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থীতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিন।
আ.ক.ম রুহুল আমিন গত রবিবার বিকাল ৫ টায় রামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তাঁর প্রার্থীতা ঘোষণা দেন।
তিনি এসময় সাংবাদিকদের বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সাল থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছি। বিগত ১৯ বছর যাবত আমি রামগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি।
শুধুমাত্র বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করার কারনে বেশ কয়েকবার কারাগারে যেতে হয়েছে।
আমি দুই দুই বার দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি। আমি সব সময় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
সেই মনোবাসনায় এবারও চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি জনগন আমার পাশে থাকবে। আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।