সারাদিন এক কাজ ভালো তো লাগে না।
নিত্যদিন করি যা তা হালো পড়াশোনা।
সকাল-সাঁঝে, রাত-বিকেলের মাঝে।
একটাই কাজ, তা হলো পড়াশোনা।
লেখাপড়া, পড়াশোনা করে যায় অবিরাম
নেই কোনো ছুটি এর, নেই কোন বিশ্রাম।
ছোট্ট থেকে শিখে আসা অ, আ, ক, খ
ভুলে যাই বড় হয়ে, এইটাই দুঃখ।
শিক্ষা মানেই নয় শুধু সিজিপিএ বৃত্তি
আচার ব্যবহারে মানুষের পরিচিতি।
ইচ্ছা আমার মানুষ হয়ে করব সেবা সবার।
হইনি আজও মানুষ কিন্তু, হব আমি ঠিকই।
লেখাপড়া শিখে আমি ঠিক রাখব নীতি।
হব না কভু অহংকারী, অসৎ ও মিথ্যাবাদী
হব সবার বন্ধু আমি সৎ ও সত্যবাদী।
লেখক
মোঃ আবুল বাসার
প্রধান শিক্ষক
নাগমুদ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
রামগঞ্জ, লক্ষ্মীপুর।