ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের নবনির্বাচিত প্রশাসক সাম হৌ ফাই, গত (শুক্রবার) বেইজিংয়ে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দেখা করেন।
এ সময় সি চিন পিংয়ের উপস্থিতিতে চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং, সাম হৌ ফাইকে রাষ্ট্রীয় পরিষদ নির্দেশনা নম্বর ৭৯৪ হস্তান্তর করেন এবং তাকে গণপ্রজাতন্ত্রী চীনের ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের ষষ্ঠ নির্বাহী প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন।
প্রেসিডেন্ট সি এর পরপরই সাম হৌ ফাইকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা’ দেশ ও জাতি এবং ম্যাকাও-য়ের মূল স্বার্থের সাথে সংগতিপূর্ণ।
চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের পথে দেশ অনেক এগিয়েছে এবং ম্যাকাওয়ের জন্যও ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে।
এ সময় সাম হৌ ফাই বলেন, তিনি ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের ষষ্ঠ প্রশাসক পদে নিয়োগ পাওয়ায় গর্বিত। প্রেসিডেন্ট সি ও কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে, সার্বিকভাবে ‘এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা’-র আওতায়, দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
তিনি জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ সুরক্ষা; জাতীয় উন্নয়ন -পরিকল্পনায় ভূমিকা রাখা; প্রশাসনের মান উন্নতকরণ; অর্থনীতির বহুমূখী উন্নয়ন ও জনগণের জীবিকা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপও করেন।
সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।