সেপ্টেম্বর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে সামনে রেখে রোববার রাতে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বিশেষ কনসার্টের আয়োজন করা হয়।
বিশেষ এই কনসার্টে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। এছাড়া লি ছিয়াং, চাও ল্যচি, ওয়াং হুনিং, ছাই ছি, তিং সুয়েশিয়াং, লি সি এবং হান চেংসহ অন্যান্য সিনিয়র নেতারাও অনুষ্ঠানে যোগ দেন।
কনসার্টে অর্কেস্ট্রাল মিউজিক, কোরাল পারফরমেন্স, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের দলীয় পরিবেশনা, পিয়ানো ও ব্যান্ডসহ অন্যান্য শৈল্পিক পরিবেশনাও এতে ছিল। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা মিলে ‘মাতৃভূমির প্রতি শ্রদ্ধা” গানটি গেয়েছিল।
সূত্র:শুভ-শান্তা, চায়না মিডিয়া গ্রুপ।