মোহাম্মদ মাসুদ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় জেলাভিত্তিক তৃণমূল পর্যায়ে যৌথ কর্মী সভা ও সমাবেশ কর্মসূচি বাস্তবায়ন। এরে ধারাবাহিকতায় চট্টগ্রামে বিএনপি’র সহযোগী যৌথ তিন অঙ্গসংগঠনের কর্মী প্রতিনিধি দের সমন্বয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনায় বিভাগীয় কর্মী প্রতিনিধি সভা ও সমাবেশ হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুদিনের এ কর্মসূচিতে দুপুরের পর থেকে হাজার হাজার নেতাকর্মী নগরের আলমাস মোড়ে ইন্টারন্যাশনাল কনভেনশন হল এলাকায় একত্র হয়।
প্রথম দিনে এই তিন সংগঠনের স্থানীয় নেতাদের সঙ্গে যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনে বিএনপির আগামী দিনের রাষ্ট্র সংস্কারের কর্মসূচির লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিয়সভা করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক এম রবিউল হোসেন রবি।
এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক ও রাষ্ট্র গঠনে দিকনির্দেশনায় এবং আগামি বাংলাদেশ কোন দিকে যাবে, ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে, দলীয় নেতা কর্মীদের কি করতে হবে, দলকে কিভাবে সু-সংঘঠিত করা যায়। দলের নানা ঘটনমূলক বিষয়, নির্বাচনের আগে কি কি করণীয় নানা বিষয়ে আলোচনা করা হবে এবং নির্দেশনা দেওয়া হবে। যা ইতিপূর্বে দলীয় শীর্ষ নেতা কর্মীদের চেয়ারপারসন তারেক জিয়া জানিয়ে দিয়েছেন। যা সমাবেশে জানিয়ে দেওয়া হবে।
এতে বিএনপির যৌথ দলের ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতা কর্মীদের উপস্থিতিতে এ সম্মেলনে মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার সকল নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। দুপুরের পর থেকে হাজারো নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা জমায়েত হয়েছেন।
আয়োজনে নেতৃত্ব পরিচালনা ও দিকনির্দেশনা দিয়েছেন যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি। ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম। সদস্য সচিব সাইফুল ইসলাম তুহিন। স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ দলের শীর্ষ নেতাকর্মী দলীয়কর্মী ও সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিশেষ উল্লেখ্য : আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’—এ স্লোগানে সারা দেশে দুদিনের যৌথ কর্মিসভা করার উদ্যোগ নিয়েছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।