মামুন চৌধুরী:
নোয়াখালীর চাটখিল উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়নের পশ্চিম আবু তোরাব নগরে গত সোমবার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সংগঠিত আগুনে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ১০হাজার টাকা করে ১ লাখ ১০হাজার টাকার সহায়তা প্রদান করা হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
এসময় উপস্থিত ছিলেন পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন রাসেল, আওয়ামীলীগ নেতা ও চাটখিল প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সাঈদ মোহাম্মদ তুষার ও ইউপি সদস্য বেলায়েত হোসেন প্রমুখ।