মামুন চৌধুরী:
চাটখিল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থেকে অপহৃত তিন বছর বয়সী শিশু মাহমুদ হাসানকে শনিবার রাতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকা থেকে উদ্ধার করেছে।
এ সময় পুলিশ অপহরনের সাথে জড়িত সিরাজদিখান থানার কাঁঠালতলী গ্রামের জাহাঙ্গীর শেখ এর ছেলে রোমান (২৫), আ: মান্নানের মেয়ে সোনিয়া আক্তার (১৯) চাঁদপুর জেলার কচুয়া থানার তেতৈয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. শাহরিয়ার হাসান (২৫) গ্রেফতার করে।
চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, শিশুটিকে গত ১৩ নভেম্বর চাটখিল উপজেলার নাহারখিল এলাকা থেকে অপহরনের শিকার হয়। পরে অপহরণকারীরা তার মায়ের কাছে মুক্তিপণ দাবী করে। এ ব্যাপারে শিশুর মা মুন্নি আক্তার থানায় মামলা করে। গ্রেফতারকৃতদের কে গতকাল রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।