মামুন চৌধুরী:
নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজারে গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়, দশঘরিয়া বাজারে বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করে ভিআইপি মিষ্টি বিতানকে নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১০ অনুযায়ী ২০০০ টাকা এবং চমক মিষ্টি বিতানকে অস্বাস্থ্যকর পরিবেশে মাছিসহ রান্না করায় ৫০০০ টাকা অর্থদন্ড দেয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, দশঘরিয়া বাজারে বারবার সর্তক করার পরও পরিবর্তন নেই। কিছু দিন আগেও হেজ্জা মিষ্টি দোকানদারকেও অর্থদন্ড করে সকল মিষ্টি দোকানদারকে সর্তক করা হয়েছিল। তাই আজও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১০ অনুযায়ী তাদের অর্থদন্ড দিয়ে সতর্ক করেছি।
এই অভিযান অব্যাহত থাকবে।
এ সময় চাটখিল থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করেন।