মামুন চৌধুরী:
নোয়াখালীর চাটখিল থানার নোয়াখলা ইউপির কড়িহাটি বাজার হতে আনোয়ার হোসেন রাজন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চাটখিল থানার পুলিশ।
মঙ্গলবার রাত ১১ টার দিকে চাটখিল থানাধীন ৮ নং নোয়াখলা ইউপির কড়িহাটি বাজার স্কুল রোড ভাগিনা হোটেলের সামনে হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন রাজন (৩৭), পিতা- মোশারফ হোসেন গ্রাম বানিপুর, (আজিব বেপারী বাড়ী), দেউটি ইউপি, থানা -সোনাইমুড়ী সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলো।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি (উপ পরিদর্শক) কামরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।