নিজস্ব প্রতিবেদক:
চাটখিল মহিলা ডিগ্রী কলেজের গভর্নিংবডি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে মত বিনিময় সভা আজ মঙ্গলবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ সময় দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন কলেজের উপাধ্যাক্ষ জনাব ফারুক সিদ্দিকী ফরহাদ, আইসিটি বিভাগের অধ্যাপক বাবু লাল দাস, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মফিদুল আলম, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মহিউদ্দিন ও গালিব মোহাম্মদ ইকবাল।
এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের সুবিধা অসুবিধাসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ ফারুক আহাম্মদ, সাংবাদিক মাসুদ রানা মনি প্রমুখ।