শুক্রবার চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র ২০২৫ সালের বসন্ত উৎসব গালার প্রতিপাদ্য ও লোগো প্রকাশিত হয়।
চীনা চান্দ্রপঞ্জিকা অনুসারে, আগামী বছর হবে ‘সর্পবর্ষ’। তাই, আসন্ন গালার মূল প্রতিপাদ্য: সর্পবর্ষে আপনার চেতনাকে জাগ্রত রাখুন।
সিএমজি’র সর্পবর্ষের বসন্ত উৎসব গালা সারা বিশ্বে চীনা মানুষকে শুভ কামনা জানাবে এবং আমরা সবার সঙ্গে একটি উষ্ণ ও সুখী সর্পবর্ষকে স্বাগত জানাবো।
সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।