চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের (সিবিএফসি) উদ্যোগে একাধিক চীনা প্রতিষ্ঠান বৃহস্পতিবার সকাল থেকে কুমিল্লায় দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করে।
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ, লাঙ্গলকোট ও ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় দশটি ক্ষতিগ্রস্থ গ্রামে ৩টন চাল ১৬০০ প্যাকেট শুকনো খাবার এবং ১০,০০০ কাপড় বিতরণ করেন।প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি চিড়া, মুড়ি, চিনি, মোম, লাইটার,স্যালাইন, বিস্কুট ও কেক।
চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের (সিবিএফসি) বন্যার্তদের সহায়তার অনন্য উদ্যোগ দেখে সিনথাই অ্যাপারেলস লিমিটেড, এমএম মাল্টি মাইন্ড নিট গার্মেন্টস লিমিটেড, রাইজিং টেক্স যৌথভাবে সিবিএফসির সঙ্গে ত্রাণ বিতরণ করে।
এম এম মাল্টিমাইন্ড নিট গার্মেন্টস লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর মান সান সান, হেড অব অ্যাকাউন্টস ওয়াং সিনসিয়ে রাইজিংটেক্স ফ্যাশন লিমিটেড কর্মকর্তা মি. তংসহ অনেকে উপস্থিত ছিলেন। ত্রান কার্যক্রমকে গতিশীল করতে সহযোগিতা করেছে একতাই শক্তি সামাজিক কল্যাণমুখী সংগঠন।