লিলি:
চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) এশিয়া ও আফ্রিকা অঞ্চলের ভাষাসমূহের অনুষ্ঠান কেন্দ্র এবং হুবেই প্রদেশের সিয়াংইয়াং শহরের পৌর কমিটির আমন্ত্রণে চীনে নিযুক্ত ফিলিপিন্স দূতাবাসের কৃষি কাউন্সিলর গত ৮ থেকে ১১ মে পর্যন্ত সিয়াংইয়াং পরিদর্শন করেছেন।
এসময় তিনি চাওইয়াং, ইছেং ও সিয়াংচৌসহ বেশ কয়েকটি জায়গার স্থানীয় কৃষির আধুনিকায়নের উন্নয়নের খোঁজ-খবর নিয়েছেন।
পরিদর্শনকালে তিনি বারবার সিয়াংইয়াংয়ের আধুনিক কৃষির প্রশংসা করেন এবং ফিলিপিন্স ও চীনের কৃষি খাতে সহযোগিতার সম্ভাবনা খোঁজার চেষ্টা করেন।
সিয়াংইয়াং শহরের কৃষি সংশ্লিষ্ট বিভাগ এবং গুরুত্বপূর্ণ কৃষি শিল্পপ্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত কৃষির আধুনিকায়ন থিমযুক্ত আলোচনা সভায় তিনি বলেন, সিয়াংইয়াংয়ের সংশ্লিষ্ট বিভাগ ও উদ্যোগের সঙ্গে ফিলিপিন্সের সংযোগ জোরদার এবং চীনের অভিজ্ঞতা গ্রহণ করে ফিলিপিন্সের কৃষির আধুনিকায়নের উন্নয়নকে বেগবান করবেন তিনি।
সিএমজি’র এশিয়া ও আফ্রিকা অঞ্চলের ভাষাসমূহের অনুষ্ঠান কেন্দ্রের উদ্যোগে নির্মিত ‘সিয়াংইয়াংয়ের চার ঋতু’ শিরোনামের ধারাবাহিক কৃষি বিষয়ক তথ্যচিত্রের কারণে সিয়াংইয়াংয়ের সঙ্গে কাউন্সিলরের পরিচয় হয়।
তথ্যচিত্রে আধুনিক কৃষি, বুদ্ধিমান কৃষি এবং কৃষি পর্যটনসহ নানা ক্ষেত্রে জাতীয় আধুনিক কৃষির পরীক্ষামূলক আদর্শ অঞ্চল হিসেবে হুবেই প্রদেশের সিয়াংইয়াংয়ের অর্জিত সাফল্য তুলে ধরা হয়।
তথ্যচিত্র বিভিন্ন ভাষায় ডাবিং করার পর প্রায় ১০টি দেশের ২০টিরও বেশি টিভি কেন্দ্রে প্রচারিত হয়। এই তথ্যচিত্রটি চীনের কৃষি উন্নয়নের প্রতি ফিলিপিন্সের কাউন্সিলর এবং তাঁর দেশের কৃষি বিভাগের আগ্রহ সৃষ্টি করেছে। এবারের পরিদর্শনের মাধ্যমে সিয়াংইয়াংয়ের কৃষির আধুনিক উন্নয়ন সম্পর্কে তার জানাশোনা আরও গভীর হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।