চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি গত(শনিবার) সকালে বেইজিংয়ে যথাক্রমে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো ও ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সঙ্গে বৈঠক করেছেন।
প্রাবোওর সঙ্গে বৈঠকে চাও ল্য চি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-ইন্দোনেশিয়া সম্পর্ক উচ্চপর্যায়ে বজায় রয়েছে, শক্তিশালী স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তি দেখিয়েছে, যা উন্নয়নশীল দেশের অভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক সহযোগিতা দৃষ্টান্ত স্থাপন করেছে।
চীন, ইন্দোনেশিয়ার সঙ্গে দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন ও ঐতিহ্যবাহী বন্ধুত্ব প্রচার করবে, দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আরও উচ্চপর্যায়ের কৌশলগত সহযোগিতা করতে চায়। চীনা জাতীয় গণকংগ্রেসও ইন্দোনেশিয়ার আইন প্রণয়নকারী সংস্থার সঙ্গে সকল পর্যায় ও ক্ষেত্রের আদান-প্রদান জোরদার করতে ইচ্ছুক, এশিয়া পার্লামেন্টারি অ্যাসেম্বলির মত বহুপাক্ষিক ব্যবস্থায় সমন্বয় জোরদার করবে, একসঙ্গে দু’দেশ ও উন্নয়নশীল দেশগুলোর অধিকার রক্ষা করবে।
প্রাবোও বলেন, চীনের সঙ্গে সম্পর্ককে ইন্দোনেশিয়া অত্যন্ত গুরুত্ব দেয়। ইন্দোনেশিয়া ও চীন দৃঢ়ভাবে পরস্পরকে সমর্থন করতে, আইন প্রণয়নকারী সংস্থাসহ বিভিন্ন বিভাগের যোগাযোগ ও সহযোগিতা জোরদার এবং একসঙ্গে দু’দেশ ও দু’দেশের জনগণের বন্ধুত্ব প্রচার করতে চায়।
সূত্র: তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।