বিদেশি নাগরিক ও বিদেশি পুঁজি বিনিয়োগ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সার্বিক আইনলাইন সেবা দিতে সম্প্রতি ‘বেইজিং আন্তর্জাতিক ওয়েব-পোর্টালে’র নতুন সংস্করণ(https://english.beijing.gov.cn/) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
ওয়েবসাইটটিতে তথ্য প্রকাশ, মতবিনিময়, গণসেবা ও পরামর্শ প্রদানসহ বহুমুখী কার্যক্রম রয়েছে। পাশাপাশি ইংরেজি, কোরিয়ান, জাপানি, জার্মান, ফরাসি, স্প্যানিশ, রাশিয়ান, আরবি, পর্তুগিজসহ ওয়েবসাইটটির মোট নয়টি ভাষা সংস্করণ রয়েছে। এটি বিদেশি বন্ধু ও বিনিয়োগকারীদের অর্থপরিশোধ, যাতায়াত, শিক্ষা, বসবাস, ভ্রমণসহ নানা খাতে সহায়ক সেবা দেবে।
বসন্তকাল ভ্রমণের ভালো মৌসুম। ওয়েবসাইটটিতে বেইজিংয়ে কোথায় ফুল পর্যটন করা যাবে সে তথ্যও পাওয়া যাবে। এছাড়াও প্রদর্শনী, ক্রীড়া, উৎসব, ফোরাম, বিনিয়োগসহ বেইজিংয়ের নানা খাতের তথ্য পাওয়া যায় এখানে।
ওয়েবসাইটটিতে সাংস্কৃতিক পর্যটন, সবুজ ও নিম্নকার্বন, প্রযুক্তি ও উদ্ভাবন খাতে বেইজিংয়ের সংশ্লিষ্ট কার্যক্রমের তথ্য রয়েছে।
‘আমার বেইজিংয়ের গল্প’ কলামে বিদেশি পুঁজি শিল্পপ্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের গল্প রয়েছে। এতে বিদেশি বন্ধুদের বেইজিংয়ে চাকরি, বসবাস, শিক্ষা ও ভ্রমণের গল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।
আন্তর্জাতিক মহানগর হিসেবে, বেইজিং প্রথম শ্রেণির ব্যবসা-বাণিজ্য পরিবেশ নানা শিল্প প্রতিষ্ঠানের জন্য ব্যাপক উন্নয়নের সুযোগসুবিধা দিয়েছে। ওয়েবসাইটটি বেইজিংয়ের ব্যবসা-বাণিজ্য পরিবেশসহ নানা বিষয়কে কেন্দ্র করে অর্থনেতিক উন্নয়নসহ নানা খাতের তথ্য রয়েছে। পাশাপাশি বিনিয়োগ বিষয়ক পরামর্শ সেবাও প্রদান করা হয়, যাতে করে বিদেশি পুঁজি শিল্পপ্রতিষ্ঠান সার্বিক সেবা ও সহায়তা পায়।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।