মামুন চৌধুরী:
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল দশটায় নোয়াখালীর চাটখিল উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল্লাহ চৌধুরী, একাডেমিক সুপারভাইজার আমজাদ হোসেসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
প্রতিযোগিতাটি (ক, খ, গ, ঘ) তিনটি বিভাগে উপজেলার স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়। ক বিভাগ (ষষ্ঠ- অষ্টম), খ বিভাগ (নবম-দশম),গ বিভাগ (উচ্চ মাধ্যমিক ও স্নাতক) পর্যায়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রতিটি ইভেন্টের জন্য আলাদা আলাদা বিচারক মন্ডলী দিয়ে এই ইভেন্টগুলো পরিচালনা করেন।
স্ব স্ব ইভেন্টে প্রথম স্থান অধিকারকারীকে আগামী (২১ -২৩ শে মে) তারিখে জেলা পর্যায়ে পাঠানোর নির্দেশনা রয়েছে। প্রতিযোগিতাটি সকাল দশটায় শুরু হয়ে বিকেল সাড়ে তিনটায় সুষ্ঠু,সুন্দর ও সুচারুরূপে শেষ হয়।
প্রতিযোগিতার শেষ পর্যায়ে সকল ইভেন্টের প্রথম স্থান অধিকারীদের ফলাফল ঘোষণা করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনুষ্ঠানের সমাপ্তি করেন।