চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান ৫ ডিসেম্বর বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, সিনচিয়াংয়ে কোন তথাকথিত ‘জোরপূর্বক শ্রম’ নেই এবং চীন সরকার সর্বদা দৃঢ়ভাবে ‘জোরপূর্বক শ্রমের’ বিরোধিতা করেছে এবং কঠোরভাবে এটি দমন করেছে। সিনচিয়াংয়ে ‘জোরপূর্বক শ্রম’ প্রসঙ্গটি অতিরঞ্জিত করা দ্বৈত-মানের বিষয় এবং এক ধরনের কুসংস্কার।
সাংবাদিকদের প্রাসঙ্গিক প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, সিনচিয়াংয়ের টমেটো সিনচিয়াং তুলার মতো, বিশ্ব-বিখ্যাত এবং গৃহস্থালীর পরিচিত উচ্চ-মানের পণ্য। সেগুলো রোপণ থেকে ফসল তোলা পর্যন্ত যান্ত্রিকীকরণ করা হয়েছে। মেশিন ব্যবহারের হার যথাক্রমে ৯০ এবং ৮০ শতাংশ ছাড়িয়ে গেছে। তাহলে কীভাবে ‘জোরপূর্বক শ্রম’ সম্পর্কে কথা বলা হচ্ছে?
বাস্তবতা হলো যতই অপবাদ দেয়া হোক না কেন, এটা সিনচিয়াংয়ের পণ্যের গুণমান পরিবর্তন করতে পারে না এবং সিনচিয়াংয়ের অর্থনৈতিক ও সমাজিক উন্নয়নের স্থিতিশিল ও সমৃদ্ধির বাস্তবতা পরিবর্তন করতে পারে না। আমরা আশা করি, সংশ্লিষ্ট পক্ষগুলো ‘জোরপূর্বক শ্রম’ এর মিথ্যার পিছনের অশুভ অভিপ্রায়গুলোকে বুঝতে পারবে। সিনচিয়াংয়ে ভ্রমণ, সেখানকার টোমেটোর স্বাদ নিতে এবং সিনচিয়াংয়ের জীবন অনুভব করতে সবাইকে স্বাগত জানায় চীন।
সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।