নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে রামগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচীর সহায়তাকরণ উপলক্ষে এক মত বিনিমিয়সভা অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী উপজেলার ১০ ইউপি চেয়ারম্যানের হাতে চেক হস্তান্তর করেন।
আজ সোমবার সকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন- রামগঞ্জ পৌরসভার মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক-সাবেক মেয়র রামগঞ্জ আসনের সাংসদের স্থানীয় প্রতিনিধি বেলাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, রামগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূইয়া সুমন, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেদ মাহমুদ ফারুক, যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমূখ।