নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আশারকোটা গ্রামে দখলকৃত জায়গা ছেড়ে দিতে বলায় আনোয়ার হোসেন ও রুহুল আমিন নামের দুই ভাইকে মারধর ও মারাত্মক জখম করেছে প্রতিবেশী।
আজ শনিবার সকাল ১১টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামে এ ঘটনা ঘটে।
বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।
ভুক্তভোগী সৌদি প্রবাসী আনোয়ার হোসেন ও রুহুল আমিন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের উত্তর পাটওয়ারী বাড়ির মৃত আজি উল্যাহর ছেলে।
অভিযুক্ত প্রতিবেশী সেফায়েত উল্যাহ ও নুরুল আমিন একই বাড়ির মৃত সিদ্দিক উল্যাহর ছেলে।
জানা যায়, সেফায়েত উল্যাহ দীর্ঘদিন ধরে জমি দখল করে দোকানঘর পরিচালনা করে আসছে। সকাল ৯ টার দিকে জমির মালিক আনোয়ার হোসেন পাশ্ববর্তি মুন্সী বাড়ি যাওয়ার পথে সেফায়েত উল্যাহকে দখলকৃত জায়গা ছেড়ে দিতে বলে।
মুন্সী বাড়ী থেকে সকাল ১০ টার দিকে ফেরার পথে সেফায়েত উল্যাহ লাঠি দিয়ে আনোয়ার হোসেন ও রুহুল আমিনকে বেধড়ক মারধর করে।
সেফায়েত উল্যাহর ভাই ইউপি সদস্য নুরুল আমিন রাস্তা থেকে আনোয়ার হোসেনকে জোরপূর্বক দোকানের ভিতর নিয়ে গেলে সেফায়েত উল্যাহ লাঠি দিয়ে রুহুল আমিনের কোমরসহ শরীরের বিভিন্ন অংশে বেধড়ক পিটিয়ে আহত করেন।
আশপাশে থাকা লোকজন দুই ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ভুক্তভোগীরা জানান, জমিটা আমাদের পৈতৃক সম্পত্তি। সেফায়েত জোরপূর্বক দীর্ঘদিন ধরে দখল করে দোকানঘর পরিচালনা করে আসছে। আমি সকালে মুন্সীবাড়ি যাওয়ার পথে বলেছি যে অনেক দিন জায়গা দখল করে রেখেছে এটা অন্যায়।
আমাদের জায়গা আমাদের ছেড়ে দিতে হবে। এক ঘন্টা পর বাড়ি ফেরার পথে সেফায়েত উল্যাহ ও তার ভাই ইউপি সদস্য নুরুল আমিন আমাদের জায়গার সামনে পথরোধ করে মারধর করে।
নুরুল আমিন আমাকে জোর করে দোকানে ঢুকিয়ে বলে দোকানদারি করতে। আমি একজন প্রবাসী। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি।
ভুক্তভোগী রুহুল আমিন বলেন, আমার ছোট ভাই প্রবাসে থাকাকালীন আমাদের চাচাতো বোন সেফায়েতের স্ত্রী আয়েশার কাছ থেকে জমি ক্রয় করেছে। সেই জমি নিয়ে বিরোধ ছিল। যে জায়গা দখল করে দোকানঘর করেছে তা আমাদের পৈতৃক সম্পত্তি। আমার ছোট ভাই প্রতিবাদ করায় তাকেসহ আমাকে বেধড়ক মারধর করে জখম করেছে। আমি ন্যায় বিচার প্রার্থনা করছি।
অভিযুক্ত সেফায়েত উল্যাহ বলেন, জমিটি আমার স্ত্রীর। এ জমি নিয়ে বিরোধ রয়েছে। সকালে তারা ২৪ ঘন্টার মধ্যে দোকান খালি করে জমি ছেড়ে দিতে বলে। এনিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আমি লাঠি দিয়ে একটি বাড়ি দিয়েছি। দোকান ছেড়ে দিতে বলায় রুহুল আমিনকে দোকানদারী করতে বলে আমার ভাই নুরুল আমিন। এখন তারা আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।
ইউপি সদস্য নুরুল আমিন বলেন, মারধর নয়, কথা-কাটাকাটি হয়েছে। এরমধ্যে কেউ কাউকে কিল-ঘুষি মেরেছে কি না আমি দেখি নাই। আমার ভাইয়ের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। ঘটনার সময় তারা আমার ভাইকে হুমকি ধমকি দেয়। আমি মানাতে গেলেও কেউই কথা শুনেনি।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রবাসী আনোয়ার হোসেন লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।