৭ অগাস্ট তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট মউইনি চীনা কোম্পানির বিনিয়োগে নির্মিত ফটোভোলটাইক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ বিভিন্ন প্রকল্পের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, চীন ছাড়া আফ্রিকার বিকাশ সম্ভব নয়। তিনি আশা করেন, দারিদ্র্যমোচনে চীনের অভিজ্ঞতা থেকে স্থানীয় জনগণ উপকৃত হবে।
চায়না মিডিয়া গ্রুপের সংবাদদাতার সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, চীন-আফ্রিকা সহযোগিতার ফোরামটি উন্নয়নের বিষয়ে ঐক্যমত্য গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তিনি আসন্ন ‘২০২৪ চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের’ শীর্ষসম্মেলনের ব্যাপারে আগ্রহী।
মউইনি বলেছেন যে, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের মাধ্যমে তাঞ্জানিয়া আরও বিনিয়োগ আকর্ষণ করতে পারবে। তাঞ্জানিয়াকে সমর্থন দেওয়ার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
আফ্রিকার উন্নয়ন চীন থেকে অবিচ্ছেদ্য এবং চীন একটি মহান অবদান রেখেছে। অবকাঠামো, কৃষি, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে চীন অভূতপূর্ব উন্নয়ন বাস্তবায়ন করেছে।
চীনের আরেকটি বড় অর্জন হলো দারিদ্র্যমোচন। তিনি চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া এবং স্থানীয় জনগণকে দারিদ্র্য থেকে বের করে আনতে চান।
সূত্র: জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।