রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চীন ও আফ্রিকান মানুষ আন্তরিকতার ভিত্তিতে যৌথভাবে সামনে এগিয়েছে Logo বেইজিংয়ের গণ-মহাভবনে চতুর্থ চীন-আফ্রিকা সহযোগিত শীর্ষ সম্মেলন Logo চীনা প্রেসিডেন্টের বিশ্ব উন্নয়ন, নিরাপত্তা ও বৈশ্বিক সভ্যতা উদ্যোগের প্রস্তাব Logo মেরি মে ফায়ে সাল্লে’র সঙ্গে চা-চক্রে চীনা ফার্স্টলেডি Logo দু’দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থার ভিত্তি দৃঢ়: প্রেসিডেন্ট সি Logo চীন-জাম্বিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নীতর প্রতিশ্রুতি Logo আফ্রিকার সাথে সহযোগিতায় চীনের আন্তরিকতার স্বীকৃতি: ইন্টারনেট জরিপ Logo চীন-আফ্রিকা সহযোগিতার নতুন পরিকল্পনা প্রণয়নে নেতারা প্রতিশ্রুতবদ্ধ Logo নিরাপত্তা উপদেষ্টা হিসেবে সালিভানের প্রথম চীন সফর Logo সিনচিয়াংয়ে গ্রামীণ পর্যটনশিল্পের উন্নয়ন গ্রামীণ পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘bdpressnews.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘bdpressnews.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘bdpressnews.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করা: ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সি চিন পিং

আকাশ: / ৩৬ Time View
Update : শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৯:০৯ পূর্বাহ্ন

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২৬ জুন বিকালে বেইজিংয়ের গণমহাভবনে, ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে সি চিন পিং বলেন, “গত বছরের শেষ দিকে আমি ভিয়েতনাম সফরের সময়, সাধারণ সম্পাদক নুয়েন ফু চাওয়ের সঙ্গে একযোগে কৌশলগত চীন-ভিয়েতনাম অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার ঘোষণা দিই , যার মাধ্যমে দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হয়। এরপর বিগত ছয় মাস ধরে, দুই পার্টি ও দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিনিময় ও নানান খাতে সহযোগিতা সুষ্ঠুভাবে চলেছে। এটি দু’দেশের জনগণের জন্য বাস্তব কল্যাণ বয়ে আনছে।”

সি চিন পিং বলেন, “দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করা দু’দেশের আধুনিকায়নের চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহায়ক। চীন ভিয়েতনামের সাথে একযোগে একতা, বন্ধুত্ব ও পারস্পরিক সমর্থন দৃঢ়ভাবে জোরদার করতে ইচ্ছুক। পাশাপাশি, ভিয়েতনামের সাথে সহযোগিতা জোরদার করে, হাতে হাত রেখে, আধুনিকায়ন বাস্তবায়নে কাজ করতে চায় চীন এবং একসাথে বিশ্বের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আরও বড় অবদান রাখতে আগ্রহী।”

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, “চীন সার্বিকভাবে সংস্কার আরও গভীরতর করার ব্যাপারে অবিচল থাকবে এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের পথে সামনে এগিয়ে যাবে, যা দু’দেশের মধ্যে নানা খাতে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে। দু’পক্ষের উচিত, উচ্চ পর্যায়ের বিনিময় বজায় রাখা, একযোগে উচ্চ গুণগত মানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা উন্নত করা, দু’দেশের মধ্যে আন্তঃসংযোগ আরও উন্নত করা, এবং দু’দেশের বাস্তব সহযোগিতার গুণগত মানের উন্নয়নে কাজ করা।”

সি আরও বলেন, দু’পক্ষের উচিত সুষ্ঠুভাবে সাগরবিষয়ক সমস্যা সমাধান করা এবং একযোগে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা। বৈঠকের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উপস্থিত ছিলেন।
সূত্র: আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST