প্রেমা:
২৮ জুন সকালে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বেইজিংয়ের গণমহাভবনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্সের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে লি ছিয়াং বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৫০ বছরে চীন-নিউজিল্যান্ড সম্পর্ক ক্রমাগত উন্নত হয়েছে। ভিন্ন সামাজিক ব্যবস্থা, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন উন্নয়ন-পর্যায়ের দেশগুলোর মধ্যে সুসম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করেছে দু’দেশ।
তিনি বলেন, মানবজাতির অভিন্ন সমস্যা সমাধান করতে ঐক্য ও সহযোগিতা এবং পারস্পরিক কল্যাণে কাজ করা জরুরি। আধুনিকায়নের প্রক্রিয়ায় চীন নিজেকে আরও উন্মুক্ত করছে। চীন নিউজিল্যান্ডের সঙ্গে নিজের উন্নয়নের সুবিধা ভাগাভাগি করতে চায় এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে আগ্রহী।
তিনি আরও বলেন, দু’পক্ষকে চীন-নিউজিল্যান্ড অবাধ বাণিজ্য উন্নয়ন প্রটোকল কাজে লাগিয়ে, পারস্পরিক বিনিয়োগ বাড়াতে হবে; যৌথভাবে অবাধ বাণিজ্যিক উদ্যোগ নিতে হবে; এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতাকে সমর্থন করতে হবে; এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে ভূমিকা রাখতে হবে।
জবাবে হিপকিন্স বলেন, নিউজিল্যান্ড দৃঢ়তার সাথে ‘একচীন নীতি’ সমর্থন করে যাবে। তাঁর দেশ চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক, বিজ্ঞান ও প্রযুক্তি, ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের আদান-প্রদান ও সহযোগিতা গভীরতর করতে এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।