বিডি প্রেস অনলাইন:
ফরিদগঞ্জে নিখোঁজের চার দিন পর আদিল মোহাম্মদ সোহানের (৮) নামে এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ফরিদগঞ্জ পৌরসভার রুদ্রগাঁও গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে মসজিদে নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয় সে। পরদিন শিশুটির বাবা আনোয়ার হোসেন ছেলের সন্ধান চেয়ে ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শুক্রবার সকালে প্রতিবেশী জনৈক মহিলা আম পাড়তে গিয়ে দুর্গন্ধ পেয়ে উৎস খুঁজতে গিয়ে বালু চাপা অবস্থায় শিশুটির অর্ধগলিত লাশ দেখতে পান। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একাধিক ইউনিট শিশুটির লাশ উদ্ধারে কাজ করছে।
এ ঘটনায় ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানিয়েছেন, আমরা লাশ উদ্ধারে কাজ করছি। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: দৈনিক নয়া দিগন্ত।