মাহমুদ ফারুক:
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান।
আজ শনিবার সকাল ১০টায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খানের পিতৃভূমি ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যপি “সবার জন্য স্বাস্থ্য সেবা” কর্মসূচির উদ্বোধন করেন তিনি। দিনব্যপি কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে বিভিন্ন দফতর ও সংস্থা।
গান্ধী আশ্রম ট্রাষ্টের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল জীবন কানাই দাস (অবসরপ্রাপ্ত) সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার, রায়পুর সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার জামিলুল হক (পিপিএম) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, রোটারিয়ান আহসান মোরশেদ, তোফাজ্জল হোসেন মাষ্টার, শহীদ বীর মুক্তিযোদ্ধা এনায়েত স্মৃতি সংসদের সাবেক সভাপতি আবুল হোসেন, নোয়াখালী সদর সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন, শহীদ বীর মুক্তিযোদ্ধা এনায়েত স্মৃতি সংসদের সভাপতি ইমাম হোসেন প্রমূখ।