নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসন থেকে আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ড. আনোয়ার হোসেন খাঁন এমপি রামগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত ৮টায় রামগঞ্জ শহরস্থ খাঁন টাওয়ারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন খাঁন এসময় সাংবাদিকদের বলেন, একটি মহল শান্তিপূর্ণ রামগঞ্জ উপজেলাকে অশান্ত করার পায়তারায় লিপ্ত। নৌকার বিজয় নস্যাৎ করে দেশের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্থ করতে দলের ভিতরে থাকা ঐ কুচক্রিমহল বিভিন্নমুখী ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি আরো বলেন- ষড়যন্ত্রকারীরা চায় না সারাদেশের মতো রামগঞ্জ উপজেলায় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকুক। আমার নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও কুৎসা রটিয়ে কোনঠাসা করতে চায় দুস্কৃতিকারীরা। আমি আশঙ্কা করছি, একটি বিশেষ মহলের ইন্ধনে নৌকার প্রতিদ্ধন্ধী প্রার্থী গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এসময় তিনি কোন প্রার্থীর নাম উল্লেখ না করে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আপনাদের মাধ্যমে আমি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, জেলা ও উপজেলা প্রশাসনকে কঠোর হস্তক্ষেপ নেয়ার জোর দাবী জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমিন ও রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহম্মেদ।