মোঃ সোহাগ হোসেন: সাহাপুরে সিএনজি, অটোরিকশা, ভ্যান চালক ও বিভিন্ন পেশার শ্রমিকদের আয়োজনে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা শাহাপুর ইউনিয়নের করটখিল দিঘির পাড় মাঠে ২২ ফেব্রুয়ারী বুধবার বিকাল ৩ টায় তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়।
মাওলানা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও ইসলামিক আলোচনা করেন বিশিষ্ট ইসলামীক স্কলার, জামেয়া কাসেমীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা সাবেক মুহাদ্দিস মাওঃ রফিক উল্যাহ আফসারী, রাজগঞ্জ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মহিউদ্দিন হাসান ও তাফসির মাহফিলের আহবায়ক শাহাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবর ভুইয়া।
আরো উপস্থিত ছিলেন মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা ফজলুর আলম সাহেব ।
মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করে মাহফিলের আয়োজনকারীদের ধন্যবাদ জানান বক্তারা।