২৬শ মার্চ বুধবার বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চীনের কমিউনিস্ট পার্টর কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের অন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে অভিনন্দনবাণী পাঠিয়েছেন।
ওয়াং ই বলেছেন, চীন ও বাংলাদেশের মৈত্রী সুদীর্ঘকালের। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দু’দেশের বিভিন্ন মতৈক্য বাস্তবায়ন করতে, যৌথভাবে চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করতে, ‘চীন-বাংলাদেশ মানবিক ও সাংস্কৃতিক বিনিময় বর্ষ’ কার্যক্রম শুরু করতে, দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্কে নতুন অগ্রগতি অর্জনের জন্য চেষ্টা করতে চান ওয়াং ই।
সূত্র :শুয়েই-তৌহিদ-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।