সম্প্রতি এপেক-এর ৩১তম অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলন চলাকালে, চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন-কে সাক্ষাৎকার দেন, পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে।
সাক্ষাউকারে বলুয়ার্তে বলেন, পেরু তৃতীয়বারের মতো এপেকের অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনের আয়োজন করে সম্মানিত বোধ করছে। এপেকের অর্থনীতি বিশ্বের জিডিপি-র একটি বড় অংশ। এ সম্মেলন এপেক দেশগুলোর উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি বলেন, এপেকের ২১টি অর্থনৈতিক সত্তার যোগাযোগে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদেরকে এসব দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক যোগাযোগ জোরদার করতে এবং চীনা অভিজ্ঞতা থেকে শিখতে হবে। চীনের কাছ থেকে আমরা দারিদ্র্যবিমোচনের অভিজ্ঞতা শিখেছি।
গত ১৪ নভেম্বর চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট বলুয়ার্তে অনলাইনে চানচাই বন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সি বলেন, বন্দরটি হলো ‘বেল্ট অ্যান্ড রোড’-এর আওতায় দ্বিপক্ষীয় সহযোগিতার ফল।
এ প্রসঙ্গে বলুয়ার্তে বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ পারস্পরিক সম্মান, ন্যায্যতা, ও শান্তির প্রতীক। এ উদ্যোগ নতুন অর্থনৈতিক সত্তাগুলোর জন্য অনুসরণযোগ্য ও লাভজনক। পেরু অব্যাহতভাবে এ উদ্যোগে অংশগ্রহণ করে যাবে।
সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।