বিগত দশ বছরে ‘বেল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভস’ (বিআরআই) ৪ কোটি লোককে হতদারিদ্র্যমুক্ত করেছে। আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, বিগত দশ বছরে বিআরআই- এর আওতায় প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে। এতে বিভিন্ন অবকাঠামো প্রকল্পে বহু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। জাতিসংঘের ভিয়েনা কার্যালয়ের মহাপরিচালক সম্প্রতি এই মর্মে স্বীকার করেছেন যে, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিআরআই উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে ও রাখছে।
মাও নিং আরও বলেন, বিআরআই-এর আওতায় বিভিন্ন সহযোগিতামূলক প্রকল্পের কাজ সামনে এগিয়ে যাবে এবং বিশ্ববাসীর জন্য আরও কল্যাণ বয়ে আনবে বলে আশা করা যায়। বিআরআই বৈশ্বিক দারিদ্র্যবিমোচনে আগের মতোই নতুন চালিকাশক্তি যোগাবে। সূত্র: আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।