নিজস্ব প্রতিবেদক:
ফিরে চলি শৈশবে মেতে উঠি উৎসবে এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য বিদ্যাপীঠ ভাদুর উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রথমবারের মতো অনিষ্ঠিত হয়েছে হীরক জয়ন্তী ও পুনর্মিলন উৎসব ২০২৩।
দিনব্যাপী হীরক জয়ন্তী পুনর্মিলন উৎসবে একত্রে মিলিত হয়ে প্রাক্তন শিক্ষার্থীরা যেন ফিরে পেলেন হারানো শৈশব। বিদ্যালয়ের সেই দিনগুলোর মতো প্রাক্তন শিক্ষার্থীরা পেলে যাওয়া শৈশবে ফিরে নেচে গেয়ে মাতিয়ে তুলেন বিদ্যালয় প্রাঙ্গন।
১ জুলাই শনিবার সকাল ৯টায় পুনর্মিলনী উৎসব শুরু হলে বিদ্যালয় প্রাঙ্গনে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিনত হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলো ২০০৪ ব্যাচ। দিনব্যাপী অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যম শুরু করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন এবং বর্তমান মিলে প্রায় ২ সহশ্রাধীক সাবেক ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সানজিদা মিলা ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কর্মকর্তা স্কুলের সাবেক শিক্ষার্থী লোকমান হোসেন, ইউনি এশিয়া কোম্পানির জিএম দুলাল হোসেন ও লক্ষীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসিবুল সিদ্দিক রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী রামগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন, বিশিষ্ট শিল্পপতি ওয়েল বার্গ মেটাল প্রা: লি: এর স্বত্বাধিকারী হাসানুজ্জামান হেলাল, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক মহসিন হোছাইনী, বিদ্যালয়টির সাবেক এবং বর্তমান শিক্ষক শিক্ষিকাবৃন্দ,বিশিষ্ট ব্যবসায়ী হোসেন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শফিউল্যাহ হায়দার, হোসাইন সেলিম, পুলিশ কর্মকর্তা আবদুল হাই, পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের প্রকৌশলী কবির হোসেন, নৌবাহিনীর কর্মকর্তা রাজিবুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নুর নবী, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ভাদুর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদ হোসেনসহ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাজাহান।