সেপ্টেম্বর ১২: ব্রিকস ও ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর নিরাপত্তা বিষয়ক উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদের সংলাপ গতকাল (বুধবার) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হয়। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সংলাপে অংশ নিয়েছেন।
সংলাপে ওয়াং ই বলেন, বর্তমান আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হচ্ছে, ভৌগলিক প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে, স্নায়ুযুদ্ধের মানসিকতা মাথাচাড়া দিয়ে উঠছে, অপ্রথাগত নিরাপত্তা চ্যালেঞ্জ আবির্ভূত হচ্ছে। শান্তি ও নিরাপত্তার প্রতি বিশ্বের জনগণের তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। নতুন শতাব্দী শুরুর পর ‘গ্লোবাল সাউথ’ আরও শক্তিশালী হয়েছে, যা ইতিহাসের প্রবণতা। পরিবর্তনশীল বিশ্বের প্রেক্ষাপটে চীন আহ্বান জানায় ব্রিকস দেশগুলো সহযোগিতা ও সংলাপ জোরদার করবে, উন্নয়নের ভিত্তি সুসংহত করবে, পারস্পরিক সাহায্য ও সহযোগিতা প্রচার করবে এবং উন্মুক্ত ও সহনশীল মনোভাব প্রদর্শন করবে।
ওয়াং ই বলেন, চীন সবসময় ‘গ্লোবাল সাউথের’ সদস্য। গত সপ্তাহে সফলভাবে অনুষ্ঠিত চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলন চীন-আফ্রিকা সহযোগিতার নতুন পরিকল্পনা প্রণয়ন করা হয়, ‘গ্লোবাল সাউথের’ উন্নয়নের শক্তিশালী বার্তা প্রেরণ করা হয়েছে। চীন সবসময় ‘গ্লোবাল সাউথের’ পাশে দাঁড়াবে, একসঙ্গে আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষা করে বিশ্বের শান্তি ও উন্নয়ন প্রচার করবে।
তিনি জোর দিয়ে বলেন, ব্রিকস ও ‘গ্লোবাল সাউথে’র ব্যাপক অভিন্ন স্বার্থ রয়েছে। চীন আরও বেশি ‘গ্লোবাল সাউথ’ দেশের ব্রিকসে যোগদানকে স্বাগত জানায়, এবং আশা করে সব দেশ শান্তি ও নিরাপত্তা রক্ষা, উন্মুক্ত উন্নয়ন, বিশ্ব পরিচালনা এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় অবদান রাখতে পারে। সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।