ইকবাল হোসেন: মাসিমপুর এ.এল.এম উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ এবং এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা ও লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহাজান।
উদ্বোধন শেষে আলহাজ্ব মোঃ শাহজাহান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো লেখাপড়া করে ভালো ফলাফল করলেই চলবে না, তার ফাঁকে মেধা বিকাশে খেলাধুলায় নিজেকে মনোনিবেশ করতে হবে।
এখন শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় সুশিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে। ব্যাগ ভর্তি বই কাঁধে নিয়ে এখন আর শিক্ষার্থীদের বিদ্যালয় যেতে হবে না। সরকার এখন শিক্ষার্থীদের হাতে একটি করে ল্যাপটপ তুলে দিচ্ছেন।
এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত শেষে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো ও সংগীত পরিবেশন শেষে পুরস্কার বিতরন করা হয়।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল পাটোয়ারীর সভাপতিত্বে ও এ কে এম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ড. আনোয়ার খান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. রুহুল আমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মাসুদ, মাসিমপুর আব্দুল লতিফ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান শাহীন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম মাস্টার, রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম সুমন, সাবেক চেয়ারম্যান কামাল হোসেন ভূইয়া, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ নজরুল ইসলাম জিএসসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।