চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ম্যাকাওতে বিভিন্ন কার্যক্রম শেষে গত (শুক্রবার) বিকেলে বেইজিংয়ে ফিরেছেন।
জনাব সি চিন পিং গত বুধবার ম্যাকাওতে পৌঁছান। ম্যাকাওতে তিনি ম্যাকাওয়ের মাতৃভূমিতে ফিরে আসার ২৫তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠান ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের ষষ্ঠ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান, ম্যাকাও সরকারের স্বাগত নৈশভোজ ইত্যাদি অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
এছাড়া, ম্যাকাওয়ের নেতা ও বিভিন্ন বিভাগের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন; ম্যাকাওয়ের বিভিন্ন মহলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন; ম্যাকাওতে অবস্থানরত সেনা এবং ম্যাকাও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও হেংছিন কুয়াংতং-ম্যাকাও সহযোগিতা অঞ্চল পরিদর্শন করেছেন, এবং ম্যাকাওবাসীর সঙ্গে ব্যাপক যোগাযোগ করেছেন। তিনি উদযাপনী অনুষ্ঠান অংশগ্রহণে আসা হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী লি চিয়া ছাও’র সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
বিদায়ী অনুষ্ঠানে ম্যাকাওয়ের শিশুরা সি চিন পিং ও তার স্ত্রী মাদাম ফেং লি ইউয়ানকে ফুলেল শুভেচ্ছা জানায়। সবশেষে তারা জনাব সি দম্পতিকে বিদায় জানায়।
সূত্র:তুহিনা-তৌহিদ,চায়না মিডিয়া গ্রুপ।