নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জ উপজেলার পানিয়ালা কমাররোড সিরাজুল ইসলাম পাটোয়ারী মার্কেটের দ্বিতীয় তলায় শাহজালাল ইসলামি ব্যাংকের উপ শাখা উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও লক্ষ্মীপুর -১ রামগঞ্জ সংসদীয় আসনের এমপি ড. আনোয়ার হোসেন খাঁন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি) মো: মোসলেহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ড. আনোয়ার হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, সাবেক মেয়র বেলাল আহম্মদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল আলম বুলবুল, দেলোয়ার হোসেন দিলু, সোহেল পাটোয়ারী, নাসির উদ্দীন, মার্কেটের সত্ত্বাধিকারী সিরাজুল ইসলাম পাটোয়ারী, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম লেদু, উপজেলা ছাত্রলীগের সভাপতি অপু মাল, রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, সহ সম্পাদক ইকবাল হোসেন বাবু প্রমূখ।