নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জ উপজেলার লক্ষ্মীধরপাড়া বাজারের পুর্ব পাশের একটি ডোবা থেকে মোঃ আব্দুল্যাহ (৫০) নামক একজন মানসিক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
আব্দুল্যাহ লক্ষ্মীধরপাড়া গ্রামের উত্তর দিঘীর পাড়ের মরহুম মকরম আলীর ছেলে। শনিবার ভোররাতে ফজরের নামাজের পর এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
আব্দুল্যাহর মা মরিয়ম বেগম জানান, আব্দুল্যাহ শুক্রবার সন্ধ্যায় পাশ্ববর্তি শাহারপাড়া গ্রামে ওয়াজ মাহফিলে গিয়েছিলেন।
রাত ১টায় বাড়িতে এসে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ভোরবেলা লোক মারফতে জানতে পেরেছি আমার ছেলের মরদেহ ডোবায় পড়ে রয়েছে।
আব্দুল্যাহর বোন মমতাজ বেগম জানান, আব্দুল্যাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এবং কাউকে না বলে ওয়াজ-মাহফিলে চলে যেতেন। কেউ কোন কাজের কথা বললে সাথে সাথে কাজ করে দিতেন। টাকা পয়সা দিলে বাড়ীতে নিয়ে আসতেন।
স্থানীয় লোকজন জানান, অনেক আগে থেকেই সে মানসিক ভারসাম্যহীন।
কারো ক্ষতি করতোনা আব্দুল্যাহ। আব্দুল্যাহ রাতে বাহিরে মসজিদ, মাদ্রাসা ঘুমাতেন।
তবে এলাকাবাসী জানান, আব্দুল্যাহকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ টেনেহিঁছড়ে এখানে ফেলা হয়েছে।
এ বিষয়ে রামগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক আবুল কালাম জানান, লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।