নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী যৌন নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে রামগঞ্জের সচেতন শিক্ষার্থী ও সাধারণ জনগণ বিক্ষোভ মিছিল করেছে।
আজ সোমবার বেলা সাড়ে ১২ টায় বিক্ষোভ মিছিলটি রামগঞ্জ শহরের সিটি প্লাজার সামনে থেকে শুরু হয়ে পুলিশ বক্স, নুর প্লাজা চত্বর প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল নিয়ে “আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই” শ্লোগানে শ্লোগানে পুরো উপজেলা শহর জাগিয়ে তোলে।
বিক্ষোভকারীদের দাবি, দেশব্যাপী নারী ও শিশুদের ওপর নির্যাতন, যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দ্রুত করা হোক। এসময় বিক্ষোভকারীরা আরো জানান, দেশে হটাৎ করেই চুরি-ছিনতাইসহ ধর্ষণের ঘটনা ফ্যাসিবাদের অংশ। দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে স্বাধীন বাংলাদেশ।
রেদোয়ান সালেহীন নাঈম জানান, আমরা ন্যায়বিচার চাই। আমাদের মা-বোনেরা আর কোনো নির্যাতনের শিকার হবে না- এটাই আমাদের আন্দোলনের মূল লক্ষ্য।