নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জে পানিতে ডুবে মোঃ সাইফুল ইসলাম নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে বাড়ীর পুকুরে পড়ে ডুবে গিয়ে তার মৃত্যু হয়। শিশু সাইফুল চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামের সিংহের বাড়ির মোঃ সালেহ আহম্মেদের ছেলে।
বাড়ীর লোকজন জানান, শনিবার দুপুরে সাইফুল ঘরের পাশে খেলা করতে গিয়ে সবার অজান্তে পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পর বাড়ির লোকজন পুকুরের পানিতে তাকে ভেসে উঠতে দেখে চিৎকার দেয়। তাকে দ্রুত উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।