জাকির হোসেন মোস্তান:
লক্ষ্মীপুরের রামগঞ্জে পানিতে ডুবে মানহা নামের আড়াই বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মানহা উপজেলার দরবেশপুর ইউনিয়নের শোশালিয়া গ্রামের দর্জি বাড়ির মিজানুর রহমানের কন্যা। আজ বুধবার দুপুরে বাড়ীর পুকুরে পড়ে মৃত্যু হয়েছে।
নিহত শিশুটির চাচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঈমন হোসেন জানান, দুপুর সাড়ে ১২টায় নিজ বাড়িতে খেলা করছিল শিশু মানহা। এক সময় পরিবারের সবার অজান্তে অন্য বাচ্চাদের সাথে খেলতে গিয়ে বাড়ীর পাশের পুকুরে পড়ে ডুবে যায়।
কিছুক্ষণ পর পরিবারের লোকেরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিশু মানহার পুকুরে ডুবে মৃত্যুর ব্যপারে নিশ্চিত করে দু:খ প্রকাশ করেন।