ইকবাল হোসেন:
লক্ষ্মীপুরের রামগঞ্জে চোরাইকৃত মালামালসহ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার অভিরামপুর কাজিম উদ্দিন কবিরাজ বাড়ীর জাফর মিয়ার ছেলে মোঃ শাাকিব (২৩), নিচহারা গ্রামের মৃত আবুল কালাম প্রকাশ কালু মিয়ার ছেলে মোঃ রাকিব হোসেন (১৮), রায়পুর থানার ৩নং চর মোহনার ৯নং ওয়ার্ড খাঁ-গো বাড়ীর মোঃ খোকন মিয়ার ছেলে কামাল হোসেন (৩৫), রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের হাজী বাড়ীর ছিদ্দিক মিয়ার ছেলে জীবন (১৫), নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দুর্গাপুর ইউনিয়নের আব্দুর রহমান সর্দার বাড়ীর দ্বীন মোহাম্মদের ছেলে হাবিবুর রহমান তামিম (১৫), বরিশাল গৌরনদী থানার উত্তর পালোতী সরকারী বাড়ীর মৃত অহেদ আলী সরকারের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৫৬), রামগঞ্জ পৌরসভার রতনপুরের আলি হোসেনের ছেলে পারভেজ আলম (২৮) ও রতনপুর গ্রামের ফজল হকের ছেলে জসিম উদ্দিন (২৯)।
গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে একটি একটি পাওয়ার টিলার (হ্যান্ডট্রলি), নগদ ৭০ হাজার টাকা ও ২টি রুপার নুপুর উদ্ধার করা হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, কম সময়ের মধ্যেই আমরা চোর চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।