মাহমুদ ফারুক:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিনামূল্যে ডেন্টাল চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। হিউমিনিটি সার্ভিসেস বাংলাদেশ (এইচ.এস.বি)এর উদ্যোগে উপজেলার ভাটরা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার সকাল থেকে দিনব্যপি অনুষ্ঠিত এই চিকিৎসা ক্যাম্পে প্রায় দুই সহশ্রাধীক রোগীকে বিনামূল্যে এ সেবা প্রদান করা হয়।
ডেন্টাল ক্যাম্পে ৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। যারা ২০টি স্টলে বিভক্ত হয়ে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, স্কেলিং, দাঁতের গর্ত পূরণ, কালার ফিলিং, দাঁত ও মুখের সার্জারি, মুখের ক্যান্সার স্ক্যানিং, শিশুদের দাঁত সংক্রান্ত চিকিৎসা ও অন্যান্য।
আজ শনিবার সকাল ৯টায় ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু, সদস্য সচিব মাহবুবুর রহমান বাহার, ভাটরা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এএসএম সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম, বিএনপি নেতা ভিপি শাহ আলম, আবু হান্নান লাভলু, যুবদল নেতা আবদুর রহমান, যুবদল নেতা জসিম প্রমূখ।
এইচএসবি’র প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জিয়াউর রহমান ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. মাসুম বিল্লাহর সার্বিক তত্বাবধানে প্রতি বছর চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ, টুথপেস্ট ও টুথব্রাশ উপহার দেয়া হয়।