নিজস্ব প্রতিবেদক:
আজ বুধবার (ঈদের তৃতীয় দিন) বিকালে রামগঞ্জ পৌর বিএনপির আহবায়ক শেখ মো: কামরুজ্জামানের বাসভবনে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন নেতারা।
অনুষ্ঠানে বিএনপির নেতাদের মধ্যে সম্মেলন এবং সদ্য কারামুক্ত জেলা যুবদলের সদস্য ও রামগঞ্জ পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এছাড়াও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ন সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, শাহাদাত হোসেন মানিক, ইব্রাহীম খলিল ও আবদুর রহিম রনিকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা।
রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে ও সদস্য সচিব মাহাবুবুর রহমান বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. মামুন আহম্মেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের মূখপাত্র শাহাদাত হোসেন সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতা ইমাম হোসেন, পৌর বিএনপির আহবায়ক শেখ মো: কামরুজ্জামান, সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, সিনিয়র যুগ্ন আহবায়ক তোফায়েল আহমেদসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।