রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘bdpressnews.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘bdpressnews.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘bdpressnews.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

রামগঞ্জে ব্যাংকারের আত্মহত্যার ঘটনায় গ্রেফতারকৃত ৪ সাংবাদিকের রিমান্ড আবেদন: নেপথ্যে কারা?

Reporter Name / ১২৩ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলা পরিষদের নির্মানাধীন পাঁচতলা ভবনের চার তলা থেকে লাফ দিয়ে মোস্তফা তারেক ইকবাল রবিন পাটওয়ারী (৪৪) নামের পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসারের আত্মহত্যার ঘটনায় রামগঞ্জ উপজেলার চার সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত চার সাংবাদিককে উক্ত ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত আগামী ৩ নভেম্বর জামিন ও রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
প্রসঙ্গত; চলতি মাসের ২৭ অক্টোবর বিকালে পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার তারেক ইকবাল রবিন পাটওয়ারী রামগঞ্জ উপজেলা পরিষদের নির্মানাধীন পাঁচতলা ভবনের চার তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। উক্ত ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয় দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি বেলায়েত হোসেন বাচ্চু, দৈনিক সমকালের প্রতিনিধি জাকির হোসেন সুমন ও দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর। বর্তমানে তারা সবাই জেলা কারাগারে রয়েছেন।
গ্রেফতারকৃত চার সাংবাদিক জানান, পল্লী সঞ্চয় ব্যাংকের তৎকালীন উপ মহা ব্যবস্থাপক ওমর ফারুক (১৮ ইং সন থেকে ২১ ইং) রামগঞ্জ উপজেলায় কর্মরত থাকা অবস্থায় ব্যাংকের সোয়া এক কোটি টাকা গড়মিলের ঘটনা ঘটে। এ ঘটনায় একটি তদন্ত টিম গঠিত হলে বর্তমান উপ মহা ব্যবস্থাপক বিবি রাহিমা ঘটনার সত্যতা পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। কুমিল্লা অঞ্চলকে বিষয়টি জানানোর পর তা বর্তমান ফাইনাল রিপোর্টের অপেক্ষায় রয়েছে।
তারা আরো জানান, ব্যাংকের টাকা আত্মসাৎ সংক্রান্ত সংবাদ প্রকাশে তথ্য সংগ্রহ করতে রবিবার দুপুরে উল্লেখিত চার সংবাদকর্মী রামগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংকে যান। বর্তমান উপ মহা ব্যবস্থাপক রাহিমা বেগম ট্রেনিংয়ে থাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে ছিলেন মোস্তফা তারেক ইকবাল। এ সময় টাকা আত্মসাতের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। কিন্তু তিনি (মোস্তফা তারেক ইকবাল) সঠিক কোন তথ্য দিতে পারেননি। সাংবাদিকরা এসময় ভবনের ভিডিও চিত্র ধারন করে ব্যাংক থেকে চলে আসেন। সাংবাদিকরা চলে আসার পর মোস্তফা তারেক ইকবাল অফিসের টেবিলে রাখা ছোট একটি কাটার (ছুরি) দিয়ে হাত কাটার চেষ্টা করলে অন্য কর্মকর্তারা তাকে শান্তনা দেন। বেলা সাড়ে তিনটার পর অফিসের সবার অগোচরে ব্যাংক থেকে ওই কর্মকতা বের হয়ে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের পাঁচতলা ভবনের চারতলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন বলেন, ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
এদিকে আটক হওয়া সাংবাদিকদের পরিবারের দাবি, ব্যাংকের আত্মসাতকৃত টাকার বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল ষড়যন্ত্র করছে। নিহতের স্ত্রীকে ব্যবহার করে মিথ্যা মামলা দায়ের ঘটনাটি ভীন্নখাতে প্রবাহের চেষ্টা করা হচ্ছে। তার আত্মহত্যার পিঁছনে পারিবারিক কোনো কারণ থাকতে পারে বলেও তাদের ধারণা। সাংবাদিক পরিবারের দাবী মোস্তফা তারেক ইকবাল গত বছর দুয়েক আগে মোটরসাইকেল দূর্ঘটনায় পতিত হওয়ার পর মানসিক ভারসাম্যহীন হন।
দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন মোস্তানের স্ত্রী রহিমা বেগম বলেন, আমার স্বামী দীর্ঘ ১৪/১৫ বছর এই পেশায় আছেন। তিন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। কখনো কোনো মানুষের খারাপ চায়নি। তাকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি পেশাগত কাজের উদ্দ্যেশ্যে সেখানে গিয়েছিলেন। ব্যাংক কর্মকর্তার মৃত্যুর সাথে আমার স্বামীর কোনো যোগ সূত্র নাই। আমি আমার স্বামীর নিঃশর্ত মুক্তি চাই। বেলায়েত হোসেন বাচ্চুর স্ত্রী রোজিনা আক্তার বলেন, কোটি টাকা আত্মসাতের ঘটনার তথ্য সংগ্রহের জন্যই আমার স্বামী ঘটনাস্থলে গেছেন। টাকা দাবির বিষয়টি মিথ্যা বানোয়াট। জাকির হোসেন সুমনের স্ত্রী আফরোজা আক্তার জানান, ১কোটি ২৫ লাখ টাকার অনিয়মের অনুসন্ধান করার জন্য সাংবাদিকরা ওখানে গেছে। তবে নিহত ব্যাক্তির সাথে আমার স্বামীর সাথে কোন কথাই হয়নি বলে জেনেছি, পূর্ব শত্রুতাও নেই। মোস্তফা তারেক ইকবালের স্ত্রী কারো ইন্ধনে সাংবাদিকদের হয়রানী করতেই এই মামলা দায়ের করেছে। আমার স্বামীসহ গ্রেফতারকৃত চার সাংবাদিকের নিঃশর্ত মুক্ত দাবি করছি।
দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি শাখায়াত হোসেন জাহাঙ্গীরের স্ত্রী রেহানা বেগম জানান, আমার স্বামীসহ সাংবাদিকরা পল্লী সঞ্চয় ব্যাংকে গেছে দুপুরে । সেখান থেকে তারা ফিরে আসার প্রায় ৩ঘন্টা পর বেলা ৩টায় মোস্তফা তারেক ইকবাল আরেকটি নির্মানাধীন ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনার সাথে সাংবাদিকদের জড়িত থাকার প্রশ্নই আসেনা।
ব্যাংক কর্মকর্তার স্ত্রী শারমিন আক্তার ও মা সুফিয়া কামাল ঘটনার সাথে ব্যাংক ম্যানেজার বিবি রাহিমা জড়িত থাকার কথা বলে জানান, উল্লেখিত চার সংবাদকর্মী তথ্যের জন্য গিয়ে তার স্বামীকে হেনস্থা করেন। রাগে ক্ষোভে অপমানে তার মোস্তফা তারেক ইকবাল আত্মহত্যা করেন বলেও জানান তারা।
এ ব্যপারে পল্লী সঞ্চয় ব্যাংক রামগঞ্জ শাখার উপ মহা ব্যবস্থাপক বিবি রাহিমা ট্রেনিংয়ে থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। বুধবার বিষয়টি জানতে পল্লী সঞ্চয় ব্যাংকে গেলে ব্যাংকটির কোন কর্মকর্তাই সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, নিহতের স্ত্রী শারমিন আক্তার ঐ চার সাংবাদিকের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনায় মামলা দায়ের করলে তাদের গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST