নিজস্ব প্রতিবেদক:
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন আজ বিকালে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়ন ও পানপাড়া গ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
কৃষি জমির টপ সয়েল রক্ষা নিশ্চিতকরণের লক্ষে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ও সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তিনজন ব্যক্তিকে পৃথক ৩ টি মামলায় এক লক্ষ দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন জানান, লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোছাইন আকন্দের নির্দেশনায় ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, সহকারী কমিশনার মনিরা খাতুন।