মাহমুদ ফারুক:
রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন পদবঞ্চিত অর্ধশতাধীক নেতাকর্মী।
সাংবাদিক সম্মেলনে নিজেদের ত্যাগী ও জাতীয়তাবাদী দলের পরীক্ষিত কর্মী দাবী করে এসময় তারা নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।
আজ বুধবার দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ সড়কের একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন পলাশ বলেন, ১৭ বছর ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করা নেতাকর্মীদের বাদ দিয়ে নিষ্কৃয় ও সুবিধাবাদীদের নিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। সদ্য ঘোষিত উপজেলা আহবায়ক, জেষ্ঠ যুগ্ম আহবায়ক ও পৌর আহবায়ক একই গ্রাম ও বাড়ির। এমনকি একই পরিবারের তিন সদস্য রয়েছে কমিটিতে। কাউন্সিল ছাড়া কমিটি গঠন সম্পূর্ণ গঠনতন্ত্রবিরোধী। দলের অনেক নিবেদিত নেতা রয়েছেন, যারা মামলা হামলার শিকার হয়ে বিগত দিনে গ্রাম ছাড়া হয়েছেন, কেউ কেউ দেশ ছাড়া হয়েছেন। অথচ যারা আঁতাত করেছেন, তাদের অনেকেই এখন যুবদলের সদস্য।
যুবদল নেতা মারুফ হোসেন, সাবেক ছাত্রদল নেতা শেখ ফারুক, এমরান হোসেন রাসেলসহ নেতাকর্মীরা বলেন, গত ১ মার্চ ২০২৫ রাত ১০টায় তারিখ বিহীনভাবে ৩৫ সদস্যের উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি প্রকাশিত হয়। ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের উপেক্ষা করে জনবিরোধী ও বিতর্কিত ব্যক্তিদের স্থান দিয়ে গঠনতন্ত্র বহির্ভূতভাবে এই কমিটি করা হয়েছে।
১৭ বছর নিষ্কৃয় ব্যক্তিদের পদ বাতিল, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতাদের যাচাই, একই ওয়ার্ড থেকে ৫-৬টি গুরুত্বপূর্ণ পদ বাতিল করে সমতা, ফ্যাসিবাদের দোসরদের বাদ দিয়ে ত্যাগীদের মূল্যায়ন, ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের অন্তর্ভূক্তির দাবি জানান উপজেলা ও পৌর যুবদলের শতাধিক নেতাকর্মী।