নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জে বিএনপি আওয়ামীলীগের দুই গ্রুপের সংর্ঘষের ঘটনায় উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম লেদু মাল বাদী হয়ে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদলের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় দলের বেশিরভাগ সিনিয়র নেতাদের আসামী করা হয়েছে। মামলা হওয়ার পর শনিবার রাত ১টায় রামগঞ্জ পৌরসভার বাঁশঘর মজুমদার বাড়ী থেকে উপজেলা বিএনপি নেতা সাবেক কাউন্সিলর আবদুস সাত্তার মজুমদারের মেয়ে ও পৌরসভার ১-২-৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজানা মজুমদার জনি ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক আবদুর রহমানকে আটক করে রামগঞ্জ থানা পুলিশ।
প্রসঙ্গত গতকাল (৮ এপ্রিল শনিবার) বিকালে সারাদেশে বিএনপির অবস্থান কর্মসূচি পালনের অংশ হিসাবে রামগঞ্জ শহরের সাতারপাড়া চৌরাস্তায় অবস্থান করতে গিয়ে বিএনপি-আওয়ামীলীগের দুই গ্রুপে সংর্ঘষে ১৫ নেতাকর্মী আহত হয়। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
এদিকে জেলা বিএনপির আহবায়ক শহিদ উদ্দিন চৌধুরী অ্যানী, সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ও যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান জেলা বিএনপির প্যাডে এক বিবৃতিতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তীব্র প্রতিবাদ ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মনোয়ার হোসেনের বাসভবনে হামলার তীব্র নিন্দা জানান।
রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, মামলায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেনসহ ১৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩শ জনকে আসামী করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।