ইকবাল হোসেন:
রামগঞ্জে সরকারি কৃষি জমির টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রির অপরাধে সঞ্জয় কুমার (৪৫) নামের একজনকে জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাসেল ইকবাল।
আজ বুধবার বেলা সাড়ে ৩টায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর ফতেহপুর গ্রামের একটি মাঠে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে সঞ্জয় কুমার আটক করে ৬ মাসের জেল দেওয়া হয়। সঞ্জয় কুমার ফতেহপুর গ্রামের মৃত অরুণ চন্দ্র দে’র ছেলে।
স্থানীয় লোকজন জানান, সঞ্জয় কুমার দীর্ঘদিন যাবত সরকারি কৃষি জমি থেকে ট্রাক্টর ও শ্রমিক দিয়ে মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি অব্যাহত রাখেন। এলাকার লোকজন বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন।
খবর পেয়ে রামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ও ভ্রাম্যান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল রামগঞ্জ থানা পুলিশের সদস্যদের সহযোগিতায় সঞ্জয় কুমার আটক করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালতের পেশকার জাহাঙ্গীর আলম, উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার আবদুস ছালাম, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সাইফুল ইসলাম ও রামগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ হেলাল খানসহ পুলিশ সদস্যরা৷
রামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাসেল ইকবাল বলেন, যে কোন ফসলি জমিতে মাটি কাটা দন্ডনীয় অপরাধ। এ ব্যাপারে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ আইন অনুযায়ী সঞ্জয় কুমারকে ৬ মাসের কারাদ- দেয়া হয়েছে। তিনি এসময় আরো জানান, উক্ত জমিতে সরকারি (ভিপি) সম্পত্তি রয়েছে।